Home ইসলামী বিশ্ব আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত

আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত

আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। রোববার (১৬ জুন) ভোরে দেশটির বিভিন্ন রাজ্যের মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে-অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। খবর গালফ নিউজের।

এর আগে গত শুক্রবার আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার জামাতের সময়সূচি ঘোষণা করা হয়। এদিন এই সময়সূচি ঘোষণা করে মধ্যপ্রাচ্যের দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট জেনারেল অথরিটি।

জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজাহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। গত ৬ জুন সৌদির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সৌদিতে চাঁদ দেখা যাওয়ায় আজ ১৬ জুন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।